আমার বাংলা টিভি ডেস্কঃ ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে মইনুদ্দিন ফখরুদ্দিনের অসাংবিধানিক সরকারের নির্দেশে গ্রেফতারের পর থেকে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো শুরু হয়। তারা গণতন্ত্র ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে বাধা দিয়ে তারেক রহমানকে নিয়ে নানা চক্রান্তের জাল ছড়ায়। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে হেয় করার জন্য রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হয়। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর ১/১১ সরকারের দায়ের করা মামলায় সম্পূরক চার্জশিট দিয়ে তারেক রহমানের নাম দেওয়া হয়েছে। এই নাম দেওয়া সরকারের প্রতিহিংসা চরিতার্থের নামান্তর। নির্দোষ তারেক রহমান আওয়ামী সরকারের ষড়যন্ত্রের শিকার।
আজ শুক্রবার দেশ নায়ক তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদলের বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আশিকুর রহমান আশিক, জামশেদ আলম, ঈদ্রিস আজাদ, এমরান উদ্দিন টিপু, মোহাম্মদ মহিউদ্দীন, আনিস উদ্দিন আনিস, জাবেদ ওমর, তৌহিদুল ইসলাম তৌফা, মোহাম্মদ সোহেল, আবদুল মাবুদ, জাহেদ আলম, মুহিদুল ইসলাম ফাহিম, আকিবুল ইসলাম, আকরামুল ইসলাম, শহীদুল ইসলাম খোকন, মোহাম্মদ মানিক, মানিক হাসান, ইউনুস, ইরফান, সালমান, মিজবা, আমজাদ, জাহেদ, আরমান, ফোরকান, সাজ্জাদ সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দরা বলেন, আওয়ামী লীগ সরকারের এই লাগামহীন মিথ্যাচার ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অন্তর্নিহিত কারণ জনগণ ভাল করেই জানে। দেশ পরিচালনায় তাদের সীমাহীন ব্যর্থতা, ভয়াবহ দুঃশাসন, দুর্নীতি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও লুটপাটকে আড়াল করতে এবং করোনা মোকাবিলা, টিকা সংগ্রহে ব্যর্থতা, চিকিৎসা সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই এ ধরনের মিথ্যাচারের নেশা পেয়ে বসেছে বর্তমান গণধিকৃত সরকারকে। এ ধরনের নির্লজ্জ বক্তব্য জাতির সঙ্গে রসিকতা ছাড়া আর কিছুই নয়, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা জনগণের নিকট হাস্যরসের পাত্রে পরিণত হচ্ছেন। www.amarbangla.tv