আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): রাঙ্গামাটি কাপ্তাই চিৎমরম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাল্য বিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন একটি সামাজিক ব্যাধি, একে সমাজ থেকে পুরোদমে নির্মুল করতে হলে প্রথমে মহিলাদের এগিয়ে আসতে হবে। একজন সচেতন মা’ই পারবে সমাজ থেকে এই অভিশাপ দূর করতে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা দিকে রাঙ্গামাটির কাপ্তাই এর ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা একথা বলেন। কাপ্তাই উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে বাল্য বিবাহ, যৌতূক, নারী ও শিশু নির্যাতন এবং শিশু পাচার রোধ বিষয়ক মহিলা সমাবেশে চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা সভাপতিত্বের, ইন্দ্রলাল তনঞ্চগ্যায় সঞ্চালনায় মহিলা সমাবেশ আয়োজন করা হয়।
সেসময় জুলাই আগষ্ট এই দুই মাসের ১৭৫ ভুক্তভোগী পরিবারকে ভিজিডি চাল বিতরণ করা হয়। সমাবেশের কাপ্তাই উপজেলা চিৎমরম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা জনপ্রতিনিধি এবং ভিজিডি উপকারভোগীরা উপস্থিত ছিলেন।