নওগাঁয় নাট্যাচার্য ড.সেলিম আল দীন এর ৭২তম জয়ন্তী পালিত

 

আমার বাংলা টিভি ডেস্ক /মনিরুজ্জামান মুন্না, নওগাঁ প্রতিনিধিঃ সন্ধ্যা ৭টায় নওগাঁ থিয়েটার, নওগাঁ আয়োজিত বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রোষ্ঠা রবীন্দ্রোত্তর শ্রেষ্ঠ নাট্যকার নাট্যাচার্য ড.সেলিম আল দীন এর ৭২তম জয়ন্তী কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে আহবায়ক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়।

প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন, বাসন নাটক থেকে পাঠ করেন জনাব এ্যাড. এ.বি.এম.সামসুজ্জোহা সাগর, লিখিত জীবনী পাঠ করেন সদস্য সচিব জনাব এ্যাড. এ.কে. এম.ফজলে মাহমুদ চাঁদ, আলোচনা করেন সাবেক সভাপতি জনাব আবু রায়হান খন্দকার, এ্যাড. এ.কে.এম ফজলে মাহমুদ চাঁদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনে যুগ্ম আহবায়ক মোঃ-খাদেমুল ইসলাম।