পত্নীতলা’র স্বর্ণপদক জয়ী সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের ইন্তেকাল

 সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। 

 

আমার বাংলা টিভি ডেস্ক /মনিরুজ্জামান মুন্না (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলার থানা বিএনপি’র আহবায়ক ও দিবর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান শেখ ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৩ আগষ্ট ) ভোর ৫.৫০ মিনিটে রাজশাহী মেডিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬১ বছর। বাদ জুম্মা পত্নীতলা উপজেলা দলীয় কার্যালয়ে তার প্রথম জানাজার নামাজ এবং এরপরে বাদ আসর তার গ্রামের বাড়ি বাকরইলে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে ২ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

রাজনৈতিক জীবনে ছিলেন অত্যন্ত পরিচ্ছন্ন ও জনপ্রিয়।তিনি দিবর ইউনিয়ন পরিষদের টানা ১৮ বছর চেয়ারম্যান ছিলেন। তিনি থানা বিএনপির প্রতিষ্ঠিতা সদস্য ও সব শেষে পত্নীতলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে জেলা বিএনপি, পত্নীতলা থানা, ধামইরহাট থানা বিএনপি, নজিপুর পৌর ও নজিপুর সরকারি কলেজ ছাত্রদল সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।