সারা দেশের ন্যায় কাপ্তাইয়েও গনটিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে

 

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা (রাঙ্গামাটি): করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশের ন্যায় আজ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়ন পর্যায়ে গণ টিকাদান কর্মসূচির আওতায় ৩ হাজার নারী- পুরুষ করোনা টিকা দেওয়ার সুযোগ পেয়েছেন প্রথম বারের মত প্রতিটি ইউনিয়নে।

তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরন্তর প্রচেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে গণমাধ্যম কর্মীদের প্রচারণা সর্বোপরি সরকারের কৌশলগত পদক্ষেপের ফলে গন টিকাদানে আগ্রহী নারী পুরুষের উপস্থিতি নিঃসন্দেহে ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে এক অন্যন্য সাফল্যগাথাঁ হিসেবে চিহ্নিত হবে। গণ টিকাদানে সতস্ফুর্ত সাড়া সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ৭ আগষ্ট শনিবার চন্দ্রঘোনা,চিৎমরম,কাপ্তাই, ওয়াগ্গা ও রাইখালীসহ পাঁচটি ইউনিয়নের কেন্দ্রের পরিদর্শন করেছেন।