আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারী বেসরকারী কোনো হাসপাতালে খালি নেই আইসিউ। করোনা রোগীর বাড়তি চাপে শয্যা সংকটে পড়েছে নগরীর সরকারী বেসরকারী হাসপাতালগুলো। এই অবস্থায় চট্টগ্রামের বেসরকারী এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আজ থেকে করোনাক্রান্তদের চিকিৎসায় ১৬ শয্যা বিশিষ্ট আইসিউ বেড চালু করেছে।
এছাড়া হাসপাতালটিতে ১০ টি এইচইউ বেড এবং হাই ফ্লো অক্সিজেন সরবরাহ চালু করা হয়েছে। দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা: শেখ ফজলে রাব্বী, কাউন্সিলর গিয়াস উদ্দিন, সাংবাদিক চৌধুরী ফরিদ, চেয়ারম্যান এস এম মোরশেদ হোসেন ডাক্তার, নাস সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
আজ থেকে করোনাক্রান্তদের চিকিৎসায় ১৬ শয্যা বিশিষ্ট আইসিউ বেড চালু।
এসময় এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক লায়ন সালাউদ্দীন আলী জানান, এ পর্যন্ত হাসপাতালটি ২২৫০ জন করোনা রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। করোনা মহামারীর এই সময়ে হাসপাতালটিতে আইসিউ বেড চালু করায় কিছু করোনাক্রান্ত রোগী ভর্তির সুযোগ পাবে বলেও জানান তিনি।