কাপ্তাই নতুন বাজারে কোরবানির হাটে গরু আছে, ক্রেতা নেই

 

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই ( রাঙ্গামাটি) : রাঙ্গামাটি কাপ্তাইয়ে আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কাপ্তাই নতুন বাজার আনন্দ মেলাঘাটে প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির পশুর হাট বসেছে। সরজমিনে গিয়ে দেখা যায় এ বার কাপ্তাই কোরবানির হাটে অনান্য গরুর চেয়ে পাহাড়ী গরুর চাহিদা বেশি থাকায় গরুর দাম বেপারীরা বেশী হাঁকাচ্ছে। তাই অনেক ক্রেতাকে গরু ক্রয় না করে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। তাই বলা যেতে পারে গরু আছে ক্রেতা নেই।

গরু ক্রয় করতে আসা কাপ্তাইয়ের পিডিবিতে কর্মরত কর্মকর্তা মোঃ আনিস, উপজেলা পরিষদের প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, সাজ্জাদসহ আরো অনেকে বলেন, করোনা কালীন সময়ে কাপ্তাইয়ে এবার গরু অনুযায়ী এইবছর দাম খুব বেশি। অনেক ক্রেতা দাম শুনে মাথায় হাত। কেউ বলছে বাজেটের চেয়েও অনেক বেশি। এবার হয়তো এ বাজেটে কোরবানি দেয়া হবেনা বলে মত প্রকাশ করেন অনেকেই।