কাপ্তাইয়ে বন্দুকের গুলিতে অজ্ঞাত এক যুবক নিহত

অজ্ঞাত যুবক নিহত

আমার বাংলা টিভি ডেস্ক /কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন।

রাতে চন্দ্রঘোনা থানা ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বৃহস্পতিবার (৮জুলাই) চন্দ্রঘোনা থানার আওতাধীন ২ নং রাইখালী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া সাকিনস্থ কারিগর পাড়া টু পানছড়ি ইটের সলিং রাস্তার পাশে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় কারা নিহত বা কারা ঘটিয়েছে সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো বিষয়গুলো পরিস্কার না। তদন্ত করা পর বিস্তারিত জানা যাবে।

তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, চন্দ্রঘোনা থানায় নারানগিরি ও মিতিয়াছড়ি এলাকায় সস্ত্রাসী সংগঠনের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ৪০-৫০ রাউন্ড গুলি বিনিময় হয়এতে একজন যুবক নিহত হয়।

রাইখালি ইউনিয়ন চেয়ারম্যান সায়ামং মারমা বলেন, রাত ৯.৩০ মিনিটে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। আমিও স্থানীয়ভাবে গুলোগুলির বিষয়টি শুনেছি। বিভিন্নভাবে এলাকায় খবরাখবর চেষ্টা নেওয়া হচ্ছে।

কাপ্তাই সার্কেল দায়িত্ব থাকা অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, দুপুরে গোলাগুলির খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে চলে যায়।

তিনি আরও জানান, তিন ছড়ি নামক এলাকায় ৪০ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয় এবং তার মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। এখন বর্তমান পুলিশ হেফাজতে আছে শুক্রবার মৃতদেহটি ময়না তদন্তের পর বিষয়টি পরিস্কার হবে। তবে ঘটনার সাথে কারা জড়িত সেটি নিশ্চত হওয়া যায়নি।