কাপ্তাই কঠোর লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
আমার বাংলা টিভি ডেস্কঃরিপন মারমা কাপ্তাই(রাঙ্গামাটি): সরকার ঘোষিত লকডাউন কার্যকর পঞ্চম দিনে কাপ্তাইয়ে পর্যবেক্ষণ করতে আসেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। সকাল (৫জুলাই) সাড়ে ১১ টা সময় কাপ্তাই বিভিন্ন সড়কে ও অলগলিতে কাপ্তাই প্রশাসনকে সহায়তা করতে দেখা যায়।আরোও মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি।
এ ছাড়া বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন এবং জনগনকে সচেতন করে তুলতে মাইকিং করছে ভ্রাম্যমান আদালত।
এদিকে লকডাউন ৪র্থ দিনে ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান নেতৃত্বে কাপ্তাই বিভিন্ন এলাকায় সচেতনতামুলক অভিযান পরিচালনা করতে দেখা যায়।
রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন কাপ্তাইয়ে আজ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এ ছাড়া যারা রাস্তায় ঘোরাঘুরি করছে তাদের বাড়ীঘরে ফিরে যেতে নির্দেশনা প্রদান করেন।
এসময় পুলিশ সুপার আরো বলেন, কাপ্তাইয়ে দ্বিতীয় ধাপে ১ সপ্তাহের ব্যাবধানে ৩৫ জন করোনা রোগি সনাক্ত হয়েছে।তাই আপনাদেরকে সচেতন হতে হবে কাপ্তাইয়ে বিভিন্ন স্থানে করোনা সচেনতার জন্য কাজ করছে থানায় একাধিক টিম এলাকায় এলাকায় গিয়ে মানুষ যাতে ঘর থেকে বের না হয় এবং স্বাস্থ্য বিধি মেনে চলে তার জন্য মাইকিং করছে। যারা সরকারের আইন ও স্বাস্থ্য বিধি মেনে চলছে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি। তাই সবার উচিত স্বাস্থ্য বিধি মেনে চলতে তা হলে করোনা থেকে আমরা রক্ষা করতে পারবো।
এইসময় জেলা পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) তাপস রন্জন ঘোষ, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, ওসি( তদন্ত) আকতার হোসেন, সার্কেল পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর, কাপ্তাই ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান, কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই জয়দেব নাথ, টিআই বিপুল পাল, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা,কাপ্তাই প্রেস ক্লাব সাংবাদিক বৃন্দ
সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্হিত ছিলেন।