কাপ্তাই চিৎমরম ইউনিয়নে ৪শ জন পেলো ত্রানের চাল সহায়তায়

 

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেল ৪শ দরিদ্র ও দুঃস্থ পরিবার।

রবিবার (২৭জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের হতে প্রাপ্ত চিৎমরম ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের উজানছড়ি, ফুইট্রাছড়ি এবং চা বাগান এলাকার কিছু পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান । এর পরে চিৎমরম প্রতিটি ওয়ার্ড দূর্গম এবং পাহাড়ি এলাকা থেকে এসে একি ভাবে চিৎমরম চেয়ারম্যান উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে হত দরিদ্রদের মাঁঝে বিতরণ করা হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ট্যাগ অফিসার উপজেলা পাবলিক হেলথ প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন, ৩নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইসাঅং মারমা সহ ইউপি সদস্য হ্লাসিংনু মারমা ,মেচিংপ্রু মারমা, সাথোয়াইপ্রু মারমা, সুইহ্লামং মারমা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া চিৎমর ইউনিয়ন এর ৪শ জন অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান এবং সদস্যরা প্রতিটি ওয়ার্ডে গিয়ে এই চাল বিতরণ করছেন।