আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): রাঙ্গামাটির পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা ওয়াগ্গা ইউনিয়নের আংলীগ নেতা শাহ আলম দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগের আক্রান্ত ভুগছেন চিকিৎসার সহায়তার প্রথম পর্যায়ে ৫০ হাজার টাকা সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।
বৃহস্পতিবার (১০ জুন ) বিকাল ৪টা সময় কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন শিলছড়ি তার নিজ বাসায় গিয়ে আওয়ামী লীগ নেতা শাহ আলম হাতে এ আর্থিক সহায়তায় টাকা তুলে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।
এইসময় জেলা পরিষদ সদস্য তাঁর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী তিনি জানান,শাহ আলম একজন বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা ৫নং ওয়াগ্গা ইউনিয়ন শাখার প্রাক্তন যুগ্ন সাধারণ সম্পাদক।দীর্ঘদিন যাবত তিনি কিডনি রোগের আক্রান্ত ভুগছিলেন তার চিকিৎসা জন্য আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা সহায়তা প্রধান করেছি।
এইসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহাফুজ আলম, সাংবাদিক রিপন মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর নবী, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিদ্দিক আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক অমল কান্তি দে, রাঙামাটি জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সরোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক সুভাষ দাশ, ইউপি সদস্য মাহবুব আলম, মিনুপ্রু মারমা তপন মারমা, উপস্থিত ছিলেন।