সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলও ইফতার বিতরণ

ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের একাংশ ।

 

আমার বাংলা টিভি ডেস্কঃ তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী যুবদল ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড কমিটির উদ্যোগে আজ ১১ মে মঙ্গলবার ৫ ঘটিকায় শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ২ নং গেইট বিপ্লব উদ্যানে দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হয় ।

পরবর্তীতে স্থানীয় বিবি জয়নব মসজিদে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । লকডাউনের কারণে সংক্ষিপ্ত পরিবেশের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি, লেখক-প্রাবন্ধিক মো. সাহাব উদ্দীন হাসান বাবু ।

৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. মাসুদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গণি, মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল ও মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাফর আহম্মদ খোকন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।

ইফতার পূর্ব দোয়া মাহফিলের একাংশ ।

এসময় আরো উপস্থিত ছিলেন, লেখক-গল্পকার আলমগীর ইমন, উত্তরজেলা যুবদল নেতা হাজী মোহাং বেলাল মিয়া, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহেদ খান পারেজ, পাচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক এমামুল হক কামাল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিক, বাকলিয়া থানা যুবদল নেতা ইসমাইল হোসেন নিশান, নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসার, যুব নেতা মোহাম্মদ সেলিম, মোঃ রশিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রহিম, মোহাম্মদ আনোয়ার মেহেদি হাসান, মোঃ সাইফুল আলম শান্ত, মোহাম্মদ রমজান, মোহাম্মদ ছালাম, মোঃ ইকবাল হোসেন, মো. তৌহিদ প্রমূখ ।

ইফতারের আগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, কোটি কোটি মানুষের ভালোবাসার নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বৈশ্বিক মহামারী করোনা থেকে দেশ এবং বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা আবু তাহের ।

ইফতার পূর্ব এক আলোচনায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক, মানবিক চিকিৎসক, রাজনীতিবিদ ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানানো হয় । শেয়ার www.amarbangla.tv