পঞ্চমবার চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ,সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমিন

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ,সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমিন ।

আমার বাংলা টিভি ডেস্কঃ ভোটের সংস্কৃতি যেন ভুলতে বসেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। এবারও ভোটাভুটি ছাড়াই সংগঠনটির ২৪জন পরিচালক নির্বাচিত হয়েছেন আগেই ।টানা চতুর্থবারের মতো শতবর্ষী এই ব্যবসায়ী সংগঠনের নির্বাচনে কোন ভোট হয়নি।

তারাই আজ মঙ্গলবার মহানগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার প্রেসিডিয়াম নির্বাচন করেছেন।

এ নিয়ে পঞ্চমবারের মতো চট্টগ্রাম চেম্বার সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। আর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্যাসিফিক জিন্সের সৈয়দ মোহাম্মদ তানভির।

দুপুরে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান নুরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে চেম্বার প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য সরওয়ার হোসেন জামিল ও মো. ওয়াহিদ আলম উপস্থিত ছিলেন।

গত রোববার ছিল চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন ২৪ পরিচালক পদের বিপরীতে মাত্র ২৪টি মনোনয়নপত্র জমা পড়ে।