টেরীবাজারের বিভিন্ন মার্কেট পরিদর্শন শেষে সংগঠন অফিসে বক্তব্য রাখছেন চট্টগ্রাম উত্তরের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজারের বিভিন্ন মার্কেট পরিদর্শনে আসেন চট্টগ্রাম উত্তরের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক। এসময় তিনি বলেন আমাদের সরকার হলেন ব্যবসায়ী বান্ধব। আপনাদের দুঃখ কষ্ট কথা বুঝে লকডাউনের মাঝেও শপিং মলসমূহ শর্তসাপেক্ষে খোলার অনুমিত দিয়েছে। যদি আপনারা স্বাস্থ্যবিধি মেনে না চলেন। তাহলে আমরা জরিমানা করতে বাধ্য হবো এবং আমাদের পুলিশ সিভিল পোশাকে রাউন্ডে থাকবে যে দোকানে স্বাস্থ্যবিধি মানবে না সে দোকান বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরো বলেন, মাস্ক পরিধান করুন, হ্যান্ডস স্যানিটেশন ব্যবহার করুন, সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করুন। তিনি টেরীবাজারের বিভিন্ন মার্কেটে ব্যবসায়ী ও কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণকালে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এবং ভবিষ্যতে মেনে চলবে এই আশা ব্যর্থ করেন।
আজ ০৮ মে শনিবার দুপুর ২ টায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন, ওসি তদন্ত কবির হোসেন, টেরীবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আয়ূব, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, মোঃ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, সহ-সাধারণ সম্পাদক শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, দপ্তর সম্পাদক বক্কর বিন ইসলাম, অডিটর সম্পাদক অধ্যক্ষ মাওঃ ইমরানুল হক সাইয়েদ, কার্যনির্বাহী সদস্য মোঃ মনজুর এলাহী, মোঃ দিদারুল আলম প্রমূখ।