চট্টগ্রাম কেরানীহাটে কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিককে ফেরত দিতে চাই জয়নাল

 

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম সাতকানিয়া কেরানীহাটস্থ বান্দরবন রাস্তায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে কুড়িয়ে পাওয়া নগত টাকা প্রকৃত মালিককের হাতে বুঝিয়ে দিতে চাই টেরীবাজারের ব্যবসায়ী মোহাম্মদ জয়নাল আবেদীন।

জয়নাল আবেদীন আমার বাংলা টিভিকে বলেন, আমি সাতকানিয়া থানার কেরানীহাটে কিছু টাকা কুড়িয়ে পাই, টাকা পাওয়ার পরে পাশের একটি দোকানে টাকার পাওয়ার কথা আমি জানায় এবং দোকান মালিককে বলে আসি কেউ যদি হারিয়ে যাওয়া টাকার খুজে আসে তাহলে প্রকৃত প্রামাণ সহ কারে আমার নাম্বার ( ০১৭৩১৯৪৬৮৩৩) যোগাযোগ করতে বলি।

তিনি আরো বলেন, মঙ্গলবার (৪ মে ) রাত অনুমানিক ৯টার দিখে সাতকানিয়া কেরানীহাটস্থ বান্দরবন রাস্তায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পাশে কিছু নগক টাকা কুড়িয়ে পেযেছে, টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করতে Md Arfat Hossain Arifin নামের একটি ফেসবুক থেকে পোষ্ট হয়।

পোষ্টে উপযুক্ত প্রমাণ সহ প্রকৃত টাকার মালিক হলে ০১৭৩১৯৪৬৮৩৩ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।