ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করছেন বিএনপি নেতা জাকির হোসেনসহ নেতৃবৃন্দরা।
আমার বাংলা টিভি ডেস্কঃ করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাবের কারণে দেশের খেটে খাওয়া মানুষদের আয়ের উৎস এখন বন্ধ। তাই শ্রমজীবী হতদরিদ্র মানুষেরা আজ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। এমনি সময়ে অসহায় দুস্থ মানুষের কষ্ট লাগবে সামাজিক দায়বদ্ধতা থেকে আর্ত মানবতার সেবায় কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের ব্যক্তিগত পক্ষ থেকে বিগত কয়েকদিন ধরে ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আজ রবিবার (২৫ এপ্রিল) বিকালে শীব বাড়ী লেইনস্থ জাকির হোসেনের বাস ভবনের সামনে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরনকালে আলহাজ্ব জাকির হোসেন বলেন, করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়েছে সবশ্রেণী পেশার মানুষ। সবাই আজ মানবেতর জীবনযাপন করছে। যারা দিন আনে দিন খায়, এই সমস্ত দিনমজুর মানুষগুলো ঘরবন্দি থাকায় তাদের খাওয়া আসছে না। তারা সংসার চালাতে হিমসিম খাচ্ছে। তাছাড়া দিনমজুর, রিক্সা ও সিএনজি চালকসহ বিভিন্ন শ্রমিকরা ত্রাণ না পাওয়ার কারণে জীবিকার তাগিদে রাস্তায় নেমে পড়ছে। সরকার ঘরে ঘরে ত্রাণ পৌঁছাতে পারলে হয়তো এই পরিস্থিতি হত না।
এসময় তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিদের এসব হতদরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
এসম উপস্থিত ছিলেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আবদুল নাসের সাজ্জাদ, মোহাম্মদ মিয়া, মো. শফি সওদাগর, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মুহাম্মদ ওয়াসিম, মো. ইছহাক, আইনুল ইসলাম জুয়েল, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড় ছাত্রদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন মুন্না, মো. রানা, মো. সালমান প্রমূখ।