মোবাইল ছিনতাইয়ে হত্যা করতেও দ্বিধা করেনা থুইমং মারমা!

চন্দ্রঘোনা থানা পুলিশ হেফাজতে ছিনতাইকারী আটক থুইমং মারমা । 

 

আমার বাংলা টিভি ডেস্ক / রিপন মারমা (রাঙ্গামাটি): মোবাইল ছিনতাইয়ে হত্যা করতেও দ্বিধা করেনা থুইমং মারমা, টার্গেট তার দামি মোবাইল ফোন ছিনতাই । আর এ কাজে তারা এতটাই নৃশংস যে হত্যা করতে দ্বিধা করত না ।

রাঙ্গামাটি রাজস্থলী বাঙ্গাল হালিয়া এমনই এক নৃশংস ছিনতাইকারী আটক করেছে চন্দ্রঘোনা পুলিশ । ঘটনার শুরু সুইচাং মারমা নামে এক মহিলার মোবাইল ছিনতাই ও ছুরিকাঘাতের গুরতর আহত হয় ।

গত (১৭ এপ্রিল ) রাতে সুইচাং মারমা কাছ থেকে অজ্ঞাত নামা দুষ্কৃতকারী তার ব্যাবহারিত মোবাইল ছিনতাই করতে তার শরীরে কয়েকটি ছুরির আঘাত করা হয় । উপর্যুপরি ছুরিকাঘাতে আহত মহিলা সুইচাং মারমা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলের রয়েছে ।

সুইচাং এই ঘটনা অনুসন্ধান করতে গিয়ে ছিনতাইকারী থুইমং মারমা এবং ছিনতাইকৃত মোবাইল ফোন ও মালামালসহ আটক করে চন্দ্রঘোনা থানা পুলিশ । শুরুতে নৃশংস এই সমস্ত ছিনতাইকারী আটকের পর তাদের নিয়ে শুরু হয় ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধারের অভিযান ।

পুলিশ জানিয়েছে, টার্গেটকৃত মোবাইল ছিনিয়ে নিতে হত্যা করতে দ্বিধা করে না এই সমস্ত ছিনতাইকারীরা’ ।

চন্দ্রঘোনা থানা ইনচার্জ ইকবাল বাহার জানান, আটক ছিনতাইকারীর মোবাইল ছিনিয়ে নিতে প্রথমে সুইচাং মারমা বাড়িতে প্রবেশ করে তার মুলত টার্গেট ছিল মোবাইল এবং মালামাল কি ভাবে চুরি করা যায়। তারপরে চার থেকে পাঁচটি জগণ্যভাবে ছুরিকাঘাত করে ।

সুইচাং মারমাকে এবং তার ব্যাবহারিত মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । পরে গুরুতর আহত সুইচাং চিৎকারে স্থানীয় সহ তার বাড়ি লোকজন তাকে উদ্ধার করে । www.amarbangla.tv

পরে চন্দ্রঘোনা মিশন হাসপাতাল নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক আহত সুইচাংকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আর এদিকে আহত সুইচাং বাবা চন্দ্রঘোনা বাদী হয়ে সোমবার মামলা দায়ের করেন ।

মামলা রেকর্ড হওয়ার ২৪ ঘন্টা মধ্যে চন্দ্রঘোনার থানার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী নেতৃত্বে পুলিশ সদস্য দে’র এক সফল অভিযানে ডংনালার দূর্গম পাহাড়ি এলাকা থেকে দুষ্কৃতকারী আসামী থুইমং মারমাকে (৩১) আটক করা হয় । সেই একই এলাকার মৃত রিগ্গ্যা মারমা ছেলে । www.amarbangla.tv