বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল।
আমার বাংলা টিভি ডেস্কঃ করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২০ এপ্রিল) বাদে যোহর একে খান মোড়স্থ মাহমুদ খান জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মহামারী করোনায় আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
তাছাড়া কারাবন্দি ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলায় হয়রানীর শিকার বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম, আবুল হাশেম বক্কর ও আবু সুফিয়ান সহ নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা নাঈম উদ্দিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, মহানগর বিএনপির সদস্য মনজুরুল আলম চৌধুরী মঞ্জু, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা নুর চৌধুরী, জামাল উদ্দিন, আলী আক্কাস, নুর বক্স মিলন, ফজলুল হক মাষ্টার, ফরহাদ হোসেন, মো. হানিফ, আবু তাহের, মো. মহিউদ্দিন, ফজর আলী, কাজী মোনায়েম, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, যুবদল নেতা হেলাল হোসেন, মো. ইউনূস, মো. ইউসুফ, আজিজ চৌধুরী, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, খালেদ সাইফুল্লাহ, নগর ছাত্রদল নেতা মুহররম আলী, যুবদল নেতা মিজানুর রহমান রাজু, শামীম আহমেদ, আলী আকবর, মো. নেজাম উদ্দীন, মো. মাসুদ, মো. রুবেল প্রমুখ।