খালেদা জিয়া’র সুস্থতা কামনায় সাতকানিয়া উপজেলা ছাত্রদল এর দোয়া মাহফিল

 

আমার বাংলা টিভি ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাতকানিয়া বারো আউলিয়া জামে মসজিদে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদল এর উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন রুবেল, নাজিম উদ্দীন, আব্দুল রহমান ইমন, সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, আবদুল্লাহ আল রাফী, মোহাম্মদ মিজান খান, মোহাম্মদ সাকিল, আব্দুর রহমান ইমন, মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ রিপন, মোহাম্মদ তারেক,মোহাম্মদ রাসেল, সাকিব উদ্দিন, সোহেল, সাতকানিয়া পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ আকিব, মোহাম্মদ সাজ্জাদ, জিয়াউর রহমান, সাতকানিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক নূরুল ইসলাম, মোহাম্মদ কামাল সহ প্রমুখ।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মুনাজাত পরিচালনা বারো আউলিয়া জামে মসজিদ এর পেশ ঈমাম মাওলানা নূরুল আমিন।