আমার বাংলা টিভি ডেস্ক / রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ও শিলছড়ি এলাকার কয়েকটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং তংচংঙ্গ্যার সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঘরোয়া পরিবেশে পালন উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ সদস্য দ্বিপ্তীময় তালুকদার আর্থিক সহায়তা প্রদান করেছেন।
সোমবার (১২ এপ্রিল) উল্লেখিত নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। উপকার ভোগীরা হলেন চিকিৎসার জন্য মংপ্রু মারমা ছেলেকে তিন হাজার টাকা, আবুল হাসেম তালুকদারকে পাঁচ হাজার টাকা, ও অগ্নিকান্ডে ঘর পুড়ে যাওয়া বিশ্বজিৎ তনচংঙ্গ্যার পরিবারকে দশ হজার টাকা এবং তনচংঙ্গ্যার সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষ্যে এলাকার প্রতিনিধি কারবারি ওয়াগ্গা হেডম্যান অরুন তালুকদারের নিকট ৫৩ হাজার টাকার চেক প্রদান করেন জেলা পরিষদ সদস্য দ্বিপ্তীময় তালুকদার।
Post Views: 82