কাপ্তাইয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

 টিসিবির লগু। 

আমার বাংলা টিভি ডেস্ক / রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকি মূল্যে ছয়পণ্য বিক্রি শুরু করেছে। এ ছয়পণ্য হচ্ছে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, ছোলা ও খেজুর রমজান ও রমজান পূর্ব সময়ে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখার হবে।

রবিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় কাপ্তাই চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকার নায্যমুল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়।

এই সময়ের স্বাস্থ্য বিধি মেনে ক্রেতারা দুরুক্ত বজায় রেখে লাইনে দাড়িয়ে এইসব পণ্য ক্রয় করতে দেখা গেছে টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ বিক্রি কার্যক্রম শুধু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে। তবে রমজান উপলক্ষ্যে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সারা দেশে ৫০০টি ট্রাকে করে ভর্তুকি মূল্যে এ চার পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করবে টিসিবি। টিসিবি বলছে, এ ৪০০টি ট্রাকের প্রতিটিতে চিনি ৫০০-৬০০ কেজি বরাদ্দ দেয়া হবে। মসুর বরাদ্দ দেয়া হবে ৩০০-৫০০ কেজি।

সয়াবিন তেল ট্রাকপ্রতি বরাদ্দ পাবে ৫০০-১০০০ লিটার। এছাড়া প্রতি ট্রাকে পেঁয়াজ বরাদ্দ দেয়া হবে ৩০০-১০০০ কেজি। তাছাড়া এ পণ্যগুলো একজন ভোক্তা প্রতি কেজি চিনি ৫০ টাকা কেজি দরে ২ থেকে সর্বোচ্চ ৪ কেজি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল ৫৫ টাকা দরে একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি কিনতে পারবেন। সয়াবিন তেল প্রতি লিটার ৯০ টাকা দরে ২ থেকে সর্বোচ্চ ৫ কেজি কেনা যাবে।

পেঁয়াজ প্রতি কেজি বিশ টাকা,ছোলা প্রতি কেজি ৫৫ টাকা এবং খেজুর প্রতি কেজি ৮০ টাকা বিক্রি করবে টিসিবি।