রাঙ্গামাটি জেলার মেয়ে তুরিং দেওয়ান এর স্বর্ণপদক জয়।
আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই ( রাঙ্গামাটি ) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুরিং দেওয়ান রবিবার (৪ এপ্রিল) চলমান বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস- এ নেভি শুটিং ক্লাবের হয়ে ৫৪৮ স্কোর করে স্বর্ণ পদক জিতেছেন । নারীদের ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে জুনিয়র বিভাগে তিনি এই পদক লাভ করেন।
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের মেহজাবীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ৫৪১ স্কোর পেয়ে জিতেছেন রূপা ।
গণমাধ্যমকে তুরিং তাঁর এই পদক জয়ের অনুভূতি ব্যক্ত করে বলেন, অবশ্যই অনেক ভালো লাগছে এই স্বর্ণপদক পেয়ে । এতদিন অনেক প্র্যাকটিস করেছি। অনেক পরিশ্রমের মাধ্যমে শুটিং-এ এই সাফল্য পেয়ে আমি সত্যিই আনন্দিত ।
২০১৯- ২০ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন তুরিং দেওয়ান । পার্বত্য জেলা রাঙ্গামাটির এই মেধাবী শিক্ষার্থী পড়াশুনা করেছেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে । তিনি ২০১৩ সালে বিকেএসপিতে ভর্তি হন এবং সেখান থেকে মেধার স্বাক্ষর রেখে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ।
তুরিং দেওয়ান তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে গণমাধ্যমকে আরও বলেন, আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে গ্রেজুয়েশন শেষ করার কাজে মনোনিবেশ করছি । সেই সাথে অ্যাটলেটিক্স নিয়ে থাকারও পরিকল্পনা আছে আমার। পড়াশুনা এবং খেলাধুলা দু’টোই সমভাবে চালিয়ে নিতে চাই । ইতোপূর্বে তুরিং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতেছেন জাতীয় পর্যায়ের নানা পদক। ভারতের গুয়াহাটিতে ২০১৬ সালে অনুষ্ঠিত সাউট এশিয়ান (এসএ) গেমস এ অংশগ্রহণ করে টিম সিলভার লাভ করেন ।
তিনি ২০১৬ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ষষ্ঠ চাইলড্রেন গেমসেও অংশ নেন । ইরানে অনুষ্ঠিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ এ ২০১৭ সালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এছাড়াও নেপালে অনুষ্ঠিত সাউট এশিয়ান গেমসে (এসএ) ২০১৯ সালে অংশ নেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের এই শুটার ।
উল্লেখ্য যে, ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’। এ গেমসে সাতটি জেলার ২৯টি ভেন্যুতে ৩১ ডিসিপ্লিনের পাঁচ হাজার ৩০০ ক্রীড়াবিদ ১২৭১টি পদকের জন্য লড়বেন। এই প্রতিযোগিতায় স্বর্ণ পদক রয়েছে মোট ৩৭৮টি । www.amarbangla.tv