আটক নেতা-কর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবী বিএনপি’র

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ।

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আটক নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, ২৬ মার্চ একটি সংগঠনের বিক্ষোভে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালিয়ে ১৭ জন নিরীহ মানুষ হত্যা করে। এ ঘটনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে চট্টগ্রাম বিএনপির প্রতিবাদ সমাবেশে হামলা চালায় পুলিশ।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন সহ ১৫ জনকে আটক ও তাদের বিরুদ্ধে ২টি মিথ্যা মামলা করা হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক এম এ আজিজ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আটক নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করেছেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. শাহাদাত হোসেনের আইনজীবী এড. কামরুল ইসলাম সাজ্জাদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড, এ এস এম বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এনামুল হক।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এএম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, সদস্য এনামুল হক এনাম, উত্তর জেলা বিএনপির সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, ইস্কান্দার মির্জা, আব্দুল মান্নান, সাংবাদিক জাহিদুল করিম কচি, বিএনপি নেতা এড.ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, নূর মোহাম্মদ, ইঞ্জি. বেলায়েত হোসেন, এড. মফিজুল হক ভুঁইয়া, মনজুর আলম চৌধুরী মঞ্জু, মোঃ কামরুল ইসলাম, জেলী চৌধুরী, এড জায়েদ বিন রশিদ, এড. তুহিন প্রমূখ।