চট্টগ্রাম হাটহাজারীতে পুলিশের সাথে হেফাজত ইসলামের ব্যাপক সংঘর্ষে ৪ জন নিহত

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সাথে হেফাজতেে ইসলামের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে ৪ জন নিহত হয়েছে বলে অভিযোগ ছাত্রদের।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হেফাজত ইসলামের বিক্ষুব্দ নেতাকর্মী হাটহাজারী থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করলে পুলিশ গুলি চালায়। এতে ৬জন গুলিবিদ্ধসহ অন্তত ২০জন নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর বিকেল সাড়ে ৪টার দিকে ৪ জনে মৃত্যু হয়।

নিহত চারজন। 

চট্টগ্রাম মেডিকেকল কলেজ পুলিশ ফাড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষনিক আহত নিহতদের পরিচয় জানা যায়নি।

জানাগেছে, জুমার নামাজের পর হাটহাজারী সদরে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

এসময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে। এতে অন্তত ৬ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন। সংঘর্ষে হাটহাজারী-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষের সময় হাটহাজারী এসিল্যান্ড এর গাড়িতে আগুন দিলে গাড়িটি পুড়ে যায়। বিক্ষুব্ধ কর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি মোবকবেলায় বিপুল সংখ্যক পুলিশ থানার সাসনে অবস্থান করছে।

এ ব্যাপারে জানতে হাটহাজারী থানার ওসি সাকেল এএসপিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বার বার ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।