কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারের উদ্যোগে ৭ মণ মা মাছ কর্নফুলী নদীতে অবমুক্ত

 

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই: রাঙ্গামাটি কাপ্তাইয়ের ঐতিহাসিক চিৎমরম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির উদ্যোগে মানবতার কল্যানে বৌদ্ধ বিহারের নিজস্ব পুকুরে দীর্ঘদিনের চাষ কৃত বিভিন্ন প্রজাতির সাত মণ মা মাছ ১৪ মার্চ রবিবার বৌদ্ধ ধর্মালম্বীদের রীতিনীতি মেনে চিৎমরম ক্যায়াং ঘাট হতে কর্নফুলী নদীতে অবমুক্ত করা হয় বড় বড় মা মাছ, উল্লেখ্য প্রতিটি মাছ ১৫থেকে ২০ কেজি ওজনের ছিল।

কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধ বিহার ভান্তে ওয়াসামি জানান, বৌদ্ধ বিহার পুকুর থেকে শত পুন্যনার্থীদের উপস্থিতে বৌদ্ধ বিহার পুকুর থেকে পাওয়া কাতাল মাছ, রুইসহ ছোট বড় জাতীয় প্রায় সাত মণ মাছ বংশ বিস্তারের লক্ষ্যে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।

তথাগত গৌতম বৌদ্ধ তার ভক্তদের জন্য পাঁচটি নিয়ন প্রতিপালন করতে নির্দেশ নিয়েছেন তার মধ্যে কোন কারনে প্রাণি হত্যা করতে নিষেধ করেছেন।অন্য চারটি হলো কোন প্রকার মাদক গ্রহণ না করা, মিথ্যাচার না করা, চুরি না করা, ব্যাবিচার না করা, জনসাধারণ বৌদ্ধের এই মহাবানীকে অন্তরে ধারন করে থাকেন।

এই মহৎ কাজে সহযোগিতা করেন চিৎমরম বৌদ্ধ বিহারে কমিটি এলাকার যুব সমাজ গন্যমাণ্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।