গরিব,দিনমজুর,কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে নারী উদ্যোক্তা শামসুন নাহার 

গরিব,দিনমজুর,কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে নারী উদ্যোক্তা শামসুন নাহার 

চট্টগ্রাম: বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এতে গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে মঙ্গলবার  (৩১ মার্চ) ২৫নং হালিশহর ওয়ার্ডের নারী, পুরুষ (৫০) পঞ্চাশ এর ও অধিক পরিবারের মাঝে ডোর টু ডোর খাদ্য সামগ্রী ও নগত অর্থ বিতরণ করেন ২৫ নং হালিশহর ওয়ার্ড, নারী উদ্যোক্তা শামসুন নাহার প্রেমা।

 

এ-সময় আমার বাংলা ডট টিভিকে শামসুন নাহার প্রেমা বলেন আমি আমার ব্যক্তি গত ভাবে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সমাজে অনেক বৃত্তবান লোক আছে, তাদের উদ্দেশ্য বলেন আমাদের আসে পাশে যে সব গরীব অসহায় পরিবার আছে তাদের এই দুঃসময় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন যত দিন দেশের দুঃসময় থাকবে এই কার্যক্রম চলমান থাকবে। এ সময় তার পরিবারের সবাই উপস্থিত ছিলেন।