সাংসদ নজরুলের ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার ৬শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী   বিতরণ

সাংসদ নজরুলের ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার ৬শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী   বিতরণ

চট্টগ্রামঃ করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী’র ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) চন্দনাইশ উপজেলার ৮ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা এবং সাতকানিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে নজরুল ইসলাম চৌধুরী এম.পি বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকতে ঘরে থাকতে হবে। করোনা পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া গরীব, অসহায়, শ্রমজীবী ও দিনমজুর মানুষের জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দূর্যোগ থেকে আল্লাহর রহমতে আমরা রক্ষা পাবো।”

ইতিমধ্যে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় থেকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমার ব্যক্তিগত তহবিল থেকে আমার নির্বাচনী এলাকায় ১ম দফায় ১ হাজার ৬ শ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব যতদিন থাকবে ততদিন তিনি এই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।”

মঙ্গলবার সকালে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয় এবং সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে শেষ হয়।

দোহাজারী পৌরসভায় ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী, আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান হাকিম, সাবেক দোহাজারী ইউ.পি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, দোহাজারী পৌরসভা যুবলীগ যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম মিন্টু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ মানিক, সাইফুল ইসলাম প্রমুখ।