মায়ের অভিযোগে মাদকসেবী ছেলের ৬ মাসের কারাদণ্ড
আমার বাংলা টিভি ডেস্ক : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকসেবী এক ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম এ দণ্ড দেন।
পুলিশ জানায়, উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়া গ্রামের আলো রেখা নামের এক গৃহবধূ তার মাদকসেবী ছেলে রেজাউল করিম খোকনের (৩০) বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে তিনি তার মাদকসেবী ছেলেকে পুলিশের সহযোগিতায় আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির হন। আদালত বিস্তারিত শুনে ওই রায় দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম সত্যতা নিশ্চিত করেছেন।
Post Views: 79