রাঙ্গুনীয়া ধম্মাসারা বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হলো কঠিন চীবর দান

রাঙ্গুনীয়া উপজেলা ঠান্ডাছড়ি রাজানগর শিয়াল বুক্ক‌্যা রিজার্ভ পাড়া ধম্মাসারা বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হলো কঠিন চীবর দান।

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা চট্টগ্রামঃ
চট্টগ্রাম রাঙ্গুনীয়া উপজেলা ঠান্ডাছড়ি রাজানগর শিয়াল বুক্ক‌্যা রিজার্ভ পাড়া ধম্মাসারা বৌদ্ধ বিহারে দায়ক দায়িকাদের উদ‌্যোগে বুধবার (১৮ই নভেম্বর) দিনব‌্যাপী নানান আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ তম দানোত্তম কঠিন চীবর দানৎসব।

প্রব্রজ্জ‌্যা, উপাস্পাদা, পিন্ডদান, হাজার বাতি দান, আকাশ প্রদ্বীপ পূজা, ফানুস উত্তোলন সীমাঘর স্থাপন নানাবিধ দানের উসর্গ করা হয়। অনুষ্ঠানের দুর-দুরান্ত থেকে হাজারো পুণ‌্যার্থীর সমাগম ঘটে।উৎসব মূখর পরিবেশে উদযাপিত হয়েছে বৌদ্ধদের দানোত্তম কঠিন চীবর দান।

কঠিন চীবর কল্পতরুকে প্রদক্ষিন করা হয় পুরো গ্রামে সাধু সাধু সাধু ধবনিতে মূখর হয়ে উঠে দানোৎসব। পরে ভগবান বৌদ্ধের প্রতিকূতিতে পুষ্পমাল‌্য প্রধানসহ ও ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন পুণ‌্যার্থীরা। প্রধান দায়ক হিসেবে উপস্থিত থেকে প্রদ্ধীপ প্রজ্জলনের মাধ‌্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন চেয়ারম‌্যান (০৪) নং কলমপুতি ইউনিয়ন পরিষদ ক‌্যজাই মারমা ।

বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন খইচাবাই তালুকদার , চেয়ারম‌্যান (০১)নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ। দানোৎসবের অধ‌্যাক্ষ পশ্চিম লুঙ্গিপাড়া বৌদ্ধ বিহার ভদন্ত সাসনা মহাথের সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে ছিলেন ভদন্ত পামোক্ষা মহাথের মহোদয়, অধ‌্যাক্ষ, চিৎমরম বৌদ্ধ বিহার ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ভদন্ত পঞাসারা মহাথের, অধ‌্যাক্ষ বড়ইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহার কাপ্তাই, প্রধান ধর্ম দেশনা করেন, ভদন্ত সুবন্নলংকারা মহাথের, অধ‌্যাক্ষ বান্দরবান উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহার।

অনুষ্ঠান আয়োজন করেছেন, শিয়াল বুক্ক‌্যা রিজার্ভ পাড়া ধম্মাসারা বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকা বৃন্দ।
সেসময় আরোও উপস্থিত ছিলেন, শিয়াল বুক্ক‌্যা রিজার্ভ পাড়া বৌদ্ধ বিহার সভাপতি উশি মারমা, সাধারণ সম্পাদক ক‌্যইবায় মারমা এলাকার গণ‌্যমান‌্য ব‌্যাক্তিবর্গ প্রমর্খ।