কাপ্তাই ব‌্যাঙছড়ি মুসলিম পাড়ার উদ‌্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(সঃ) অনুষ্ঠিত 

 

বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে আজিমুশ্শান মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা (কাপ্তাই): কাপ্তাই ব‌্যাঙছড়ি মুসলিম পাড়া উদ‌্যোগের পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষ‌্যে আজিমুশ্শান মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর ২০২০) বাদ জোহর ব‌্যাঙছড়ি বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজন করা হয়।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ‌্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসলিমদের মধ‌্যে বিরিয়ানি বিতরণ করা হয়। ওয়াজ মাহফিলে, খতিব ও পেশ ইমাম, বায়তুল মামুর জামে মসজিদ আল্লামা আব্দুল আজিজ সভাপতিত্বের উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন আল্লামা নেজাম উদ্দিন তৈয়বী, খতিব সিএমবি জামে মসজিদ, রাউজান পৌরসভা এবং আরবি মোদারিস, ফটিক ছড়ি নুরুল উলুম রিজবিয়া দাখিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রখ‌্যাত উলামে-কেরাম,ইসলামি চিন্তাবিদগণ।

আরোও উপস্থিত ছিলেন, ব্যাঙছড়ি জামে মসজিদ কমিটি’র সভাপতি মোঃ সাক্তার, সাধারণ সম্পাদক মোঃ নেজাম উদ্দিন, মোঃ আব্দুল রসিদ, মোঃ জসিম উদ্দিন, এলাকার প্রতিবেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশের করোনা মহামারিতে যারা মৃত্যু বরণ করেছেন তাদের রহের মাগফিরাত কামনা এবং মহামারি থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য মোনাজাত করা হয়।