৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করছেন নগর যুবদলের সভাপতি দিপ্তী ও সাধারণ সম্পাদক শাহেদসহ নেতৃবৃন্দ।
আমার বাংলা টিভি ডেস্কঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আজ ৭ নভেম্বর রোজ শনিবার বিকাল ৩ টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ
রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত ষোল শহরস্থ ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন নগর যুবদল নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন ১৯৭৫ সালের আজকের এই দিনে সৈনিক জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুণরুজ্জীবনের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে। তাই ৭ ই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্য মন্ডিত।
৭ ই নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। এসময় বক্তারা আরো বলেন আধিপত্যবাদী শক্তির তাবেদার এক দলীয় বাকশালী আওয়ামী দুঃশাসনে দেশের মানুষ নির্যাতিত। ৭৫ পরবর্তী রাজনৈতিক বিশৃংখলা তৎকালিন ক্ষমতাসীন মহল নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতা বিপন্ন করে আধিপত্যবাদের প্রসারিত ছায়ার নীচে দেশ কে ঠেলে দেয়। তৎকালীন সময়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন।
বর্তমান বাকশালী সরকার চরম অগনতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায় সংগত অধিকার গুলোকে হরণ করছে। ৭ নভেম্বরের চেতনায় দেশ মাতৃকার এই চরম সংকটকালে জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও হারানো গণতন্ত্র পুন:রুদ্ধার করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সি.সহসভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি এস,এম, শাহ আলম রব, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল গফুর বাবুল, মোহাম্মদ মুছা, হায়দার আলী চৌধূরী, এড. ফিরোজ, মুজিবুর রহমান মুজিব, আবু সুফিয়ান, জাহেদুল হাছান বাবু, অরুপ বড়–য়া, মোহাম্মদ আলী সাকী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবীর, আব্দুল্লাহ আল টিটু, এরশাদ হোসেন, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, রাজন খান, ওমর ফারুক, সহ সাধারন সম্পাদক কামাল পাশা, আছাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গণি শিকদার, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য মোহাম্মদ সাগীর, এস,এম বখতেয়ার উদ্দীন, ওমর ইমতিয়াজ টিটু, আছাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া, সাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, গিয়াস উদ্দীন টুনু, হামিদুল হক চৌধূরী, জাহাঙ্গীর আলম বাবু, আশরাফ উদ্দীন, হোসেন জামান, জাহাঙ্গীর আলম মানিক, ইলিয়াছ হাছান মঞ্জু, ইব্রাহীম খান, দেলোয়ার হোসেন, সালাউদ্দীন, জাফর সাদেক সোহেল, আনোয়ার হোসেন, মোঃ ইদ্রিছ, নুরুল ইসলাম আজাদ, সুলতান মাহমুদ খান সুমন, ইমরান ভূঁইয়া, নগর যুবদলের সদস্য মোঃ হাবীবুল্লাহ খান, সোহাগ খান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল করিম, থানা যুবদলের কুতুব উদ্দীন, মঞ্জুর আলম মঞ্জু, শওকত খান রাজু, সরোয়ার সেলিম, আইয়ুব খান, ওয়ার্ড যুবদলের আহবায়ক আকতার হোসেন, এস,এম, আলী, মোঃ হাছান, জাবেদ হোসেন, বাদশা আলমগীর, মোহাম্মদ ইউনুছ. জহিরুল ইসলাম ও সাইফুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।