ইউএসটিসি কর্মচারীদের নির্যাতন-হয়রানী বন্ধ করে ন্যায্য দাবি মেনে নিন! অন্যতায় কঠোর আন্দোলন

চট্টগ্রাম ইউএসটিসি কর্মচারী ইউনিয় (সিবিএ) সভাপতি মোঃ মানিক মিয়া সাধারণ সম্পাদক মোঃ সোলেমান এর নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম ১৫ অক্টোবর ২০ ইং বৃহস্পতিবার, বিকাল ৪ টায় এনায়েতবাজারস্হ বিলস- এলআরএসসি সেমিনার কক্ষে করোনাকালীন সময়ে ৩৪জন শ্রমিক-কর্মচারী ছাটাই বাতিল, সিবিএ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ইউএসটিতে বিভিন্ন পদে কর্মরত ৩০০ জন কর্মচারীর বকেয়া মুজুরী পরিশোধ সহ সকল শ্রমিক-কর্মচারীদের পূর্ণবহালে বৃহত্ত্বর কর্মসূচি গ্রহনের লক্ষে চট্টগ্রাম ইউএসটিসি কর্মচারী ইউনিয় (সিবিএ) সভাপতি মো মানিক মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো সোলেমান এর সষ্ণলনায় চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অথিতি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ শফর আলী, উপস্থিত ছিলেন চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্যসচিব মিরন হোসেন মিলন, যুগ্ম-আহ্বায়ক মো আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, মো আনোয়ার হোসেন, মো লোকমান হাকিম।

ইউএসটিসি কর্মচারী ইউনিয়ন সিবিএ সহ সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো জমির হোসেন, দপ্তর সম্পাদক মো সোহেল, সদস্য এনামুল হক, নয়ন দাশ, আব্দুর রহিম প্রমূখ।

উত্ত মতবিনিম সভায় প্রধান অতিথি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ শফর আলী বলেন – দেশের চিকিৎসা সেবার মানউন্নয়নে প্রয়াত জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম মানব সেবার চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধুর নামে নামাকরন করে আন্তর্জাতিক মানের এই মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলে। এই গুণি একজন চিকিৎসকের অন্যতম উত্তসূরী সম্প্রতি এই হাসপাতাল পরিচালনায় জামাতিকরন করে করোনাকালীম সময়ে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেআইনিভাবে ছাটাই, মুজুরী পরিশোধে তালবাহানা, সিবিএ নেতাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের বীর চট্টলার শ্রমিক সমাজ কখনও মেনে নেবেনা এবং এই অনৈতিক বেআইনি কর্মকান্ড কোন সভ্য সমাজ সমর্থন করে বলে আমাদের জানা নাই।

তিনি আরো বলেন, উপস্হিত শ্রমিক লীগের নেতা কর্মীদের অচিরেই ইউএসটিসি শ্রমিক কর্মচারীদের উত্তাপিত ন্যায্য দাবি আদায়ে নগরীর সকল সেক্টরের শ্রমিক-জনতাকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি ষোষনা করে দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানান।

শফর আলী বলেন, চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ নেতৃবৃন্দরা ইউএসটিসি কর্মচারী ইউনিয়ন সিবিএ নেতাদের উত্তাপিত দাবির প্রতি একমত পোষন করে ন্যায্য দাবি আদায়ে যে কোন কর্মসূচী সফল করতে সর্বাত্মক সহযোগীতা করবেন আশ্বাস প্রদান করে বলেন -ইউএসটিসি কর্তৃপক্ষ দাবি মেনে নিতে কোনপ্রকার চল-চাতুরী করলে, আন্দোলনে বেআইনি হস্তক্ষেপ করার চেষ্টা করলে সমুচিত জবাব দেবে চট্টগ্রামের শ্রমিক-জনতা এতে যে কোন পরিস্থিতির দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।