ধর্ষণ মামলার রায় দ্রুত সমাপ্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন।
আমার বাংলা টিভি ডেস্ক/ মনিরুজ্জামান মুন্না, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ধর্ষণ মামলার রায় দ্রুত সমাপ্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে একুশে পরিষদ নওগাঁ।
আজ শনিবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় নওগাঁর মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। একুশে পরিষদ নওগাঁ-র সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা অ্যাড. বার এ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. খোদাদাদ খান পিটু, উপদেষ্টা কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ, সম্পাদক খন্দকার হাশেম আলী রন্জু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সে কারণে ধর্ষণ মামলার রায় দ্রুত সমাপ্ত করা এবং দোষীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার আহ্বান জানান। বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলছে। তাই ধর্ষণের মামলার বিচার ৩০ কার্যদিবসের সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এতে এ ধরণের ঘটনা অনেকটাই কমে আসবে বলে আমরা বিশ্বাস করি।’