রাঙ্গামাটি বিলাইছড়িতে ছাত্রলীগ উদ্যোগের ত্রিরত্ন বৌদ্ধ বিহারে দেশরত্ন,জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন।
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা রাঙ্গামাটিঃ দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন ।গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গীপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি তিনি।
গত কয়েক বছর ধরে তিনি এইদিন জাতিরসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের যোগদান উপলক্ষ্যে যুক্তরাস্ট্রের অবস্থান করলেও এবার করোনা মহামারি পরিস্থিতি কারণে দেশে আছেন।তিনি এই বছরে ৭৫তম জাতির সংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেছেন। উচ্চ পর্যায়ের এই ভার্চুয়াল অধিবেশনের তিনি রোহিঙ্গা সংকট ও সাশ্রয়ী মুল্যে কার্যকর কভিড-১৯ ভ্যাকসিন বিশ্বব্যাপী সমবণ্টসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
করোনা আতম্কের আবহেই তাঁর জন্মদিন উপলক্ষ্যে স্বাস্থবিধি মেনে বাংলাদেশ ছাত্রলীগ কার্যনিবার্হী কমিটি সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য রাঙ্গামাটি ছাত্রলীগ নির্দেশে বিলাইছড়ি ছাত্রলীগ সভাপতি বিভিন্ন ও সামাজিক সংগঠন গণ্যমান্য ব্যাক্তি বর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলাইছড়ি ছাত্রলীগ সভাপতি ঊষামং মারমা।
সেসময় উপস্থিত ছিলেন ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ ভিক্ষু অধ্যক্ষ ভদন্ত শাক্য তিনি জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করা পর থেকে অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। বঙ্গবন্ধু কন্যার তাঁর বাবা আদর্শকে লালন করেন বাংলাদেশকে অনেক দুর এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর একমাত্র লক্ষ্য ছিল বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ অনেক দুর এগিয়ে যাচ্ছে আমি তাঁর সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি।
বিলাইছড়ি ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রিবেং চাকমা তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ এদিন বঙ্গবন্ধু কন্যা ও দেশের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা এবং শ্রদ্ধা এবং গভীর ভালবাসা জানান।দিনটির উপলক্ষ্যে রাঙ্গামাটি বিলাইছড়ি প্রার্থনাও দোয়া মাহফিল এবং মন্দির প্যাগোডা ,গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজন করেন।
বিলাইছড়ি ছাত্রলীগ সভাপতি ঊষামং মারমা জানান, জন্মদিন প্রসঙ্গে দলের বলেন শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। তিনি নিজের যা অর্জন করেছেন ,তা নজরবিহীন। বিশ্বদরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। তাঁর জন্মদিন পালন না করলে আমরা জাতির কাছে অকৃতজ্ঞ থেকে যাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থবারের মত দেশের দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাঁর নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বের স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বর্নিভরতা, নারী ক্ষমতায়ন ,কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠানো, যোগাযোগ, জ্বালানি,ও বিদ্যুৎ, বানিজ্য, আইসিটি এবং এসএমই খাতে এসেছে ব্যাপক সাফাল্য।
তিনি আরো বলেন পার্বত্য চট্রগ্রামের ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদন, একুশে ফ্রেব্রয়ারী ,আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিসহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফাল্য অর্জন করেছেন তিনি।
সেসময় আরো উপস্থিত ছিলেন, লক্ষি বিজয় চাকমা, উচানু মারমা, রবিময় চাকমাসহ বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। amarbangla.tv শেয়ার করুন।