নিহত স্বেচ্ছাসেবকদল নেতার পরিবারকে অর্থ সহায়তা প্রদানকালে রাশেদ খান

নিহত স্বেচ্ছাসেবকদল নেতা সেঞ্জুর পরিবারকে অর্থ সহায়তা প্রদান করছেন এইচ এম রাশেদ খান। 

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেছেন, বিচার বহির্ভূত প্রক্রিয়ায় মানুষকে হত্যা ও গুম করা আজ সরকারের দৈনন্দিন রুটিনে পরিনত হয়েছে।

রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে দলীয় ক্ষমতার হাতিয়ারে পরিণত করা হয়েছে। স্বাধীনতার চেতনাকে বিনষ্ট করে দিয়ে তারা একটি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছে। ক্ষমতাসীনরা এখন ইতিহাস বিকৃত করার প্রক্রিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নামে মিথ্যাচারের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কারণ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী।

জিয়াউর রহমান ৩৯ বছর আগে শাহাদাত বরণ করার পরও তাঁর অপ্রতিরোধ্য জনপ্রিয়তাকে ক্ষমতাসীনদের এতই ভয় যে আজও তারা একটা সুষ্ঠু নির্বাচন দেয়ার সাহস রাখে না।

তিনি শুক্রবার (২৮ আগষ্ট) বিকালে নগরীর বায়েজিদ এলাকায় পুলিশী নির্যাতনে নিহত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা নুর মোহাম্মদ সেঞ্জু’র স্ত্রী ও সন্তানদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির প্রদত্ত শুভেচ্ছা সহায়তা (নগদ অর্থ) প্রদানকালে এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিঃ যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান সহ মহানগর নেতৃবৃন্দ।