সি এম পি লগু
আমার বাংলা টিভি ডেস্কঃ আগামী ১০ মহররম ১৪৪২ হিজরী (৩০ আগস্ট ২০২০ খ্রি:) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় সকল ধরণের তাজিয়া, শোক, পাইক মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
বর্তমান দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী ১০ মহররম ১৪৪২ হিজরী (৩০ আগস্ট, ২০২০ খ্রি.) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় সকল ধরণের তাজিয়া, শোক, পাইক মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করবে। তবে অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন, আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এ আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু হতে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।