আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আমার বাংলা টিভি ডেস্ক : শনিবার (২৯ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, শর্ত সাপেক্ষে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করা হয়েছে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় ফিরতে গণপরিবহন মালিকরা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার রাতে (২৬ আগস্ট) পরিবহন মালিকদের এক জরুরি বৈঠকে এমন আলোচনা হয়।
গত ৩১ মে সরকার আন্তঃজেলা বাস পরিষেবাসহ সক বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মোট আসনের অর্ধেক যাত্রীকে নিয়ে যানবাহন চলাচলের শর্ত হিসেবে বাস ভাড়া বাড়ানো হয়। কিন্তু সেসময় যানবাহনে অর্ধেক আসন ফাঁকা না রাখায় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনা মুখে পড়ে গণপরিবহন।