রাঙ্গামাটি কাপ্তাইয়ের বন্য হাতি আক্রমনে এক ব্যাক্তি নিহত রুপম তংচঁনঙ্গ্যা।
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি কাপ্তাইয়ের বন্য হাতি আক্রমণে এক পুরুষ ব্যাক্তি নিহত হয়েছে। গত কাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৭(সাত) টা কাপ্তাই রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া মধ্যে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই ব্যাক্তির নাম রুপম তংচঁনঙ্গ্যা (৪৫) তিনি রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় বাডি মনি তনচঁনঙ্গ্যা ছেলে।
স্থানীয় সূত্রের জানা যায় বন্য হাতির বুধবার দিবাগত রাত তিনটা দিকে ১৪ থেকে ১৫টি বন্য হাতির একটি দল কারিগর পাড়া হানা দেয় বসত ঘরে প্রায় সময় তান্ডব চালায়।খাবারে সন্ধানে গ্রামে মহল্লা অলিতে গলিতে বন্য হাতি প্রবেশ করছে সারা বছরে পরিশ্রমের ফসল, ধান, ভুক্তা, বিভিন্ন ধরনে ক্ষেতি খামার নস্ট করছে বন্য হাতির। হাতির তান্ডবে গ্রামে কৃষক প্রতিবেশী কর্ম হারিয়ে বিপাকে হাজারও পরিবার নেই কোন বন বিভাগের উদ্যোগ।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় ৭সাত টা নাগাদ নিহত ব্যাক্তি বাজার করে রাইখালী কারিগর পাড়া পূর্ণবাসন এলাকায় তাঁর বাড়ি দিকে যাচ্ছিলেন হঠাৎ করে রাস্তার মধ্যে ঐ ব্যাক্তিকে বন্য হাতির আক্রমণ করে তখন চিৎকার করা সময় এলাকার প্রতিবেশী তাকে উদ্ধার করে।
উদ্ধার করা সাথে সাথে তাকে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার আহত ব্যাক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাবার জন্য পরামর্শ দেন। সেখান থেকে আহত রুপন তংচঁনঙ্গ্যাকে চট্রগ্রাম মেডিকেল নিয়ে যাওয়ার সময় রাত ৯টায় তিনি মৃত্যু বরণ করেন।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার (২৮আগষ্ট )রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।