মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বৈলতলী ইউনুচ মার্কেট শাখার পক্ষ থেকে গেরওয়া বোরকা বিতরণ

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বৈলতলী ইউনুচ মার্কেট শাখার পক্ষ থেকে লাশ ধৌত করার জন্য গেরওয়া বোরকা বিতরণ করছেন।  

আমার বাংলা টিভি ডেস্কঃ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র মহান ২৬ শে আশ্বিন ওরশ শরিফের প্রস্তুতি সভা উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি চন্দনাইশ বৈলতলী ইউনুস মার্কেট শাখার পক্ষ থেকে মৃতদেহ ধৌত করার জন্য গেরওয়া বোরকা বিতরণ খানাকায় অনুষ্ঠিত হয়।

গতকাল ২৪ আগস্ট রাত ৯ টায় মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বৈলতলী ইউনুস মার্কেট শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মৌ. মো. আবুল কাশেম নূরী আদদায়েমীর সভাপতিত্বে বৈলতলী ইউনিয়নের বিভিন্ন এলাকার মসজিদের ইমামদের নিকট মৃত দেহ ধৌত করার গেরওয়া বোরকা ও রডের খুঁটি হস্তান্তর করা হয়।

সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা হক কমিটির সভাপতি ও উপজেলা সমন্বয়কারী আলহাজ্ব জনাব মোহাম্মদ ইউসুফ, দোহাজারী পৌরসভা হক কমিটির সভাপতি ও সমন্বয়কারী ডা. মো. আব্দুর রহমান, মো. ফায়জুল হক দস্তগীর, বৈলতলী ইউনুস মার্কেট শাখার সভাপতি মো. রফিক আহমদ, মো. আজিমুশ শানুল হক দস্তগীর,

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরকল ইউনিয়ন শাখার সভাপতি মো. হাসান সওদাগর, চন্দনাইশ পৌরসভা ৫নং ওয়ার্ড হক কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (হিটু), মো. আবুল কালাম , মিনহাজুল আলম (রিকন),পাক-পাঞ্জাতন সভাপতি ডা. আবদুল আওয়াল, বৈলতলী ইউনুস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জালাল,মো. মহিউদ্দীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন এভাবে উপজেলা, ইউনিয়ন ও শাখা কমিটি মানবতার সেবায় এগিয়ে আসলে সুন্দর সামাজিক পরিবেশ গঠন করা সম্ভব। amarbangla.tv শেয়ার করুন।