২১ আগস্ট গ্রেনেড হামলা ৭৫ এর ১৫ আগস্টেরই ধারাবাহিকতা

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন,২১ আগস্টের গ্রেনেড হামলা মূলতঃ ১৯৭৫ সালের ১৫ আগস্টেরই ধারাবাহিকতা,সেদিন খুনীদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করা

কিন্তু আল্লাহর অশেষ রহমত ও মানুষের ভালোবাসার কারনে তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন, তিনি রক্ষ পেলেও সেদিন নারী নেত্রী আইভি রহমানসহ অনেককে আমরা হারিয়েছি, বক্তারা অবিলম্বে খুনীচক্রের মূল হোতা তারেক জিয়াসহ খুনীদের ফাসীর দাবী জানান।

আজ সকালে দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে সংগঠনের প্রস্তবিত কমিটির সহ সভাপতি ও মীরশ্বরাই উপজেলা পরিষদ চেয়াম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যানদের মধ্যে আলোচনায় অংশ নেন, প্রস্তাবিত কমিটির সহ সভাপতি আবুল কাশেম চিশতি,

যুগ্ন সাধারন সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার,জসিম উদ্দিন শাহ, সাগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার,ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক জাফর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, কার্যনিবাহী সদস্য এস এম গোলাম রববানী, মো: সেলিম উদ্দিন, বখতেয়ার সাঈদ ইরান, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদিকা এড বাসন্তী প্রভা পালিত, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারন সম্পাদক রেজাউল করিম প্রমূখ, এর পূর্বে ২১ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।