চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রী ঔষুধ সেবা কার্যক্রম উদ্বোধন করেন চসিক নির্বাচনে আঃ লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। 

 

আমার বাংলা টিভি ডেস্কঃ করোনা সামাজিক সংক্রামন মোকাবিলায় চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের এর সহযোগিতায় নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী এর ব্যবস্তাপনায় ও নগর যুবলীগের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক এর পরিচালনায় টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপী বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ফ্রী ঔষুধ বিতরণ কর্মসূচী পালন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

প্রধান অতিথি এম রেজাউল করিম চৌধুরী বলেন দেশে হঠাৎ করে করোনা সংক্রাম বেরে গেছে, আমাদের সকলকে আরও সচেতন হতে হবে, দেশে এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের সকল মানুষের সুসাস্থ্য নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন, আর তারই ধারাবাহিকতায় আজকের এই চিকিৎসা সেবা কার্যক্রম একটি মহৎ উদ্যোগ। এই ধরনের মহৎ উদ্যোগেে সকলের এগিয়ে আসা উচিত।

তিনি আরও বলেন মরহুম আলহাজ্ব এম বি এম মহিউদ্দিন চৌধুরীর হাতে গড়া আরবান স্বাস্থ্য সেবা আগামীতে চট্টগ্রামে প্রতিটি ওয়ার্ডে দুস্থ অসহায়দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য পুনরায় আরবান চিকিৎসা সেবা চালু করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরলাল হাজারী, টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম শাহ, বন ও পরিবেশ সম্পাদক মোঃ হায়দার হোসেন, মোঃ নাসির, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তসলিমা নুরজাহান রুবি, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ ইয়াকুব আলী মজুমদার, মোঃ আব্দুস সালাম জাকিরগীরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দীন, নারী নেএী নাসরীন রসুল, মোঃ হেলাল উদ্দিন, মোঃ খালেদ মোশাররফ রকেট, জাবেদ খান, আবুল কালাম আজাদ, আব্দুল মালেক, মোঃ মানিক, মোঃ সাদেক তালুকদার সহ আরও উপস্থিতছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেত্ববৃন্দ।  amarbangla.tv শেয়ার করুন।