কেউ আইনের উর্ধ্বে নয়, অপরাধীকে শাস্তি পেতেই হবে, শিপ্রার করা রিটের শুনানিতে বলছেন হাইকোর্ট
আমার বাংলা টিভি ডেস্ক : বুধবার (১৯ আগস্ট) সকালে, বিচারপতি জেবিএম হাসান ও মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। এ বিষয়ে আদেশ দেয়া হবে আগামীকাল। এসময় আইনজীবীকে শিপ্রার অবস্থা জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মোহাম্মদ রাশেদ খানের তথ্যচিত্র নির্মাণ উদ্যোগের অন্যতম সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক জনস্বার্থে রিট করেন।
রিট আবেদনে শিপ্রাকে নিয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট করায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে তদন্তেরও নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আরজি জানানো হয়েছে। পুলিশের ওই দুই কর্মকর্তা হলেন-সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মিজানুর রহমান শেলি।
প্রতিবেদনে বলা হয়, সাতক্ষীরার এসপি মোস্তাফিজুর রহমান ১৪ আগস্ট শিপ্রার ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে তার নির্দোষ হওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। এরকম আরও ছবি আসার ব্যাপারেও ইঙ্গিত দেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মিজানুর রহমান শেলি একই রকম পোস্ট করেছেন।