দিল্লি শহরকে বাঁচাতে  সরকারকে ৫০ লাখ টাকা দিচ্ছেন গৌতম গম্ভীর

দিল্লি শহরকে বাঁচাতে  সরকারকে ৫০ লাখ টাকা দিচ্ছেন গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক :দিল্লির হাসপাতালগুলোতে চিকিৎসার সরঞ্জাম কিনতে এ অর্ধ কোটি টাকা অনুদান দেয়ার কথা ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক এই ওপেনার। সেই সঙ্গে যারা কোয়ারেন্টাইন নিয়ম মানছেন না, তাদের জন্য কড়া শাস্তির দাবি জানিয়েছেন সাবেক এই ওপেনার।

গত সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গম্ভীর লিখেছেন, মহামারী থেকে আমার শহর ও নাগরিকদের বাঁচাতে একসঙ্গে কাজ করব। এছাড়া দিল্লি সরকারের অধীন হাসপাতালগুলিতে করোনাভাইরাস রোগীদের চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য সাংসদ তহবিলের ৫০ লাখ টাকা দান করব আমি।

মরণঘাতী করোনাভাইরাসে এরই মধ্যে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে অগণিত মানুষ। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর মিছিলও বাড়ছে প্রতিনিয়ত। বৈশ্বিক এই মহামারীকে আটকাতে এরই মধ্যে অনেক তারকা ক্রিকেটার এবং ফুটবলার উদ্যোগ নিয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটাররাও বুধবার এগিয়ে এসেছেন সাহায্যের জন্য। দেশের মানুষের জন্য মোট ২৭ জন ক্রিকেটার মিলে ৩০ লাখেরও বেশি টাকার তহবিল গঠন করেছেন।