ভবনে লাল পতাকা ও মাইকিং করছেন সেনাবাহিনী   

ভবনে লাল পতাকা ও মাইকিং করছেন সেনাবাহিনী   

চট্টগ্রামঃ নগরীর খুলশী আবাসিক এলাকার ২ নম্বর রোডের একটি ভবন লকডাউন করে দিয়েছে প্রশাসন। ওই ভবনের একটি ফ্ল্যাটের বাসিন্দা জাপানি নাগরিক কোয়ারেন্টিন না মেনে কর্মস্থলে যাতায়াত করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল আলমের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। মো. তৌহিদুল ইসলাম জানান, খুলশী থানা পুলিশকে ওই ভবনে যাতে কেউ আসতে ও যেতে না পারে সে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবনটিতে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়া নিষেধ অমান্য করে একই এলাকায় একটি কোরিয়ান রেস্টুরেন্ট চালু রাখায় রেস্টুরেন্টটিও সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। বিদেশি নাগরিকদের মধ্যে যারা হোম কোয়ারেন্টিন মানছেন না, তাদের বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে জানাতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

এদিকে মাইকিং করে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হোম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে তারা স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে। সকাল থেকে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে নগরীতে টহল ও অভিযান চালানো হচ্ছে। এছাড়া পুলিশের পক্ষ থেকেও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।