রাঙ্গামাটিতে পুলিশও স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।
রিপন মারমা রাঙ্গামাটি/ আমার বাংলা টিভি ডেস্কঃ চিনের উহান শহরে থেকে ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) রাঙ্গামাটিতে আগের তুলনায় কমে গেছে সচেতনতা । পার্বত্য জেলা রাঙ্গামাটিতে করোনা শনাক্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছ রাঙ্গামাটি ১০(দশটি) উপজেলা ভয়াভহ আকার রুপ ধারণ করেছে।
দিন দিন বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা।তবে যতই সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে ততই মানুষের মাঝে দেখা যায়না আগের মতন সচেতনতা। রাঙ্গামাটিতে কোভিড -১৯ সংক্রমণ না হওয়ার আগে দেখা যেত বিভিন্ন এলাকার মধ্যে অলিতে গলিতে পাড়া মহল্লা লগডাউন করে রেখেছে এলাকাবাসীরা। এবং নিজেদের এলাকার নিরাপর্ত্তা জন্য অনেক সচেতন ছিল সেই সচেতন এখন আর দেখা যায়না । amarbangla.tv
তখন ঘরে ঘরে দেখা যেত সাবান কিংবা জীবানুনাশক স্প্রে, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ। কিন্তু অসচেতনতা জন্য রাঙ্গামাটি সংক্রমণ সংখ্যা আরোও নতুন করে ৪৩ জন বেড়েই ৩৪২ জন আক্রান্ত সংখ্যা দেখা গেলেও আগের তুলনায় নেই কোন সচেতনতার এলাকার অলিতে গলিতে গ্রাম মহল্লা নেই কোন লগডাউন ব্যাবস্থা। নেই কোন সামাজিক দুরুত্ব। সিএনজি দিয়ে চলাচলে যাত্রি ও ড্রাইভার বেশি ভাগ তাদের নেই কোন মূখের মাক্স।
রাঙ্গামাটি মহাসড়কে যান চলাচল কমে যাওয়ার মোটর সাইকেল চালানোর প্রতিযোগিতা। এতে ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ।
বুধবার (০২ জুলাই) সকালে বিআইটিআইডিও সিভাসু থেকে আসার রিপোর্টের মধ্যে নতুন করে আরোও ৪৩ জন কোভিড -১৯ শনাক্ত হয়েছে । তাদের মধ্যে রাঙ্গামাটি সদরে ২৬জন,কাপ্তাই উপজেলা ৬জন,জুড়াছড়ি ৯জন, রাজস্থলি ২জন এবং এই পর্যন্ত মোট রাঙ্গামাটি ৩৪২ জন। করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন ,রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যলয়ের কোভিড-১৯ দায়িত্বপ্রাপ্ত ফোকাল পার্সন ডাঃমোস্তফা কামাল।
এ বিষয়ের মোস্তফা কামাল আরোও জানিয়েছেন কোভিড-১৯ সম্পর্কে রাঙ্গামাটি বসবাসরত অনেকের মাঝে অসচেতনতার লক্ষ্য করা গেছে।অনেকে সামাজিক দুরুত্ব কি বোঝে না সাধারণ মানুষ মাক্স ব্যাবহার করা ক্ষেত্রের অনেকে জানেনা কি ভাবে মাক্স পড়তে হয়এবং কি ভাবে ব্যাবহার করতে হয়।অনেকেই মূখে মাক্স দেখা যায় তারা ঠিকই মাক্স ব্যাবহার করছে । কিন্তু তাদের মাক্স দেখা যায় নাকে নিচের । সেজন্য প্রথমে উচিৎ তাদেরকে সচেতনতার বৃদ্ধি কাজ করা। তবে অনেক ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রমণ কমে যেতে পারে আমরা সবাই যদি সচেতন থাকলে সামাজিক দুরুক্ত বজায় রাখলে এসব তথ্য রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছেন। শেয়ার করুন।