ভারতের উত্তর পূর্বাঞ্চলের মনিপুরে এক জন করোনা আক্রান্ত রুগী সনাক্ত।

ভারতের উত্তর পূর্বাঞ্চলের মনিপুরে এক জন করোনা আক্রান্ত রুগী সনাক্ত।
নিউজ ডেক্সঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মনিপুরে লন্ডনফেরত এক ছাত্রীর করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত করেছে মনিপুর স্বাস্থ্য বিভাগ।তারা বলছে, করোনায় আক্রান্ত ছাত্রী লন্ডন থেকেই আক্রান্ত হয়ে সে কলকাতা ও আগরতলা হয়ে মনিপুরে আসেন এবং ঐ ছাত্রীর সাথে তার ভাইও ছিল। তবে আগরতলা বিমানবন্দরে এসে বিমান থেকে নামেন নি তিনি। তবে তার আশেপাশে বসা যাত্রীদের সনাক্তের চেষ্টা চলছে এবং এই ফ্লাইটের সব যাত্রীদের সন্ধান চলছে। স্থানীয় সূত্র বলছে, মনিপুর স্বাস্থ্য অধিদপ্তর তাদের প্রথম পরীক্ষা করার পর ১৪ দিনের মাথায় আবার পরীক্ষা করা হবে। এ খবরে নতুন করে রাজ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অন্য দিকে আগরতলা হসপিটালে ভর্ক্তি আছে, ১৩২ জন এবং প্রায় চারশো ৪০০ জন বাসা বাড়িতে (হোম কোয়ারেন্টাইন) আছে। সব আন্তর্জাতিক বিমানবন্ধর বন্ধ করে দেয়া হয়েছে। এবং পন্যবাহী গাড়ী ছাড়া অন্য রাজ্যের সঙ্গে যাত্রীবাহী বাস পরিসেবাসহ বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশ সহ সব দেশের সঙ্গে আসা যাওয়া।