স্বাস্থ্য খাতের দুর্নীতি অনুসন্ধানে উচ্চ পর্যায়ের টিম গঠন করেছে দুদক।
আমার বাংলা টিভি ডেস্কঃ সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীকে প্রধান করে গঠিত টিমের অন্য সদস্যরা হলেন- উপপরিচালক নূরুল হুদা, সহকারী পরিচালক সাঈদুজ্জামান নন্দন ও আতাউর রহমান । amarbangla.tv ।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, অনুসন্ধানে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে । তিনি বলেন, মাস্ক বা পিপিই গুরুত্বপূর্ণ সামগ্রী। যা চিকিৎসক, নার্স ও amarbangla.tv । স্বাস্থ্যকর্মীদের জীবনের নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। তাই এসব অভিযোগেরও প্রকৃত সত্য বের করতে এই টিম কাজ করবে । অনুসন্ধানে স্বাস্থ্য খাতের দুর্বিষহ চেহারাটাও বেরিয়ে আসবে বলে তিনি জানান । শেয়ার করুন ।
Post Views: 77