আতংক নয় সচেতনতাই পারে করোনা থেকে মুক্তি

 

চট্টগ্রাম করোনা ভাইরাসের সচেতনতা ও প্রতিরোধ “আতংক নয় সচেতনতা ও সাবধানতা” এই শ্লোগানে সচেতন নাগরিক উন্নয়ন সংগঠন পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে নগরীর ৭ নং ওয়ার্ড পশ্চিম ষোলশহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমিত ও সাবধানতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা-সাবান-মাস্ক এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়। সবাইকে সতর্ক করে বলেন বর্তমানে সারা বিশ্বে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা কোভিড-১৯ নামে পরিচিত। এই ভাইরাসের উপসর্গ সাধারণত জ্বর, গলা ব্যাথা ও শ্বাস কষ্ট হতে পারে। করোনা ভাইরাসের কোন কোন স্বীকৃত ভ্যাকসিন নেই, সুতরাং প্রতিরোধ নির্ভর করে সচেতনতা উপর। করোনা ভাইরাস মানুষের শাসতন্ত্র ও ফুসফুসের সংক্রমণ ঘটায় এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের ( হাঁচি/কাশি/কফ/থুথু ইত্যাদি) মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সংগঠনের সংগঠক হাবিবা সুলতানার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ মোজাম্মেল হক হাসান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সেলিম উদ্দিন রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মো. কামাল উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ সাজ্জাদ হোসেন খান, রাসেল আহমেদ, সানি আহমেদ, শাহাদাত হোসেন, মেজবাহ উদ্দিন রাকিব, সানি
আকবর, মো. সাগর, মো. আরমান প্রমুখ।