প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমার বাংলা টিভি ডেস্কঃ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এটি আলোচনার জন্য নির্ধারিত ছিল না।
কিন্তু বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের আলাপকালে এমন বিষয়ে তিনি আগ্রহ দেখিয়েছেন, সম্মতি দিয়েছেন।
মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, রেড জোন ঘোষণা করাটা সবার জন্যই ভালো। কারণ এতে মানুষ সতর্ক হতে পারবে। কোনো এলাকায় যদি অধিক পরিমাণে সংক্রমণ থাকে সে ক্ষেত্রে ওই এলাকাকে বিশেষভাবে নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। আর সেটা প্রশাসনিকভাবে করা হবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি নীতিমালা আছে সেখানে বিস্তারিত বলা হয়েছে। এছাড়া বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহার করে জোনিংয়ের মাধ্যমে লকডাউনকে উৎসাহিত করেছেন। সেটা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে, সে ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বসে, যেটা মনে করে, সেটা সিদ্ধান্ত নেবে। শেয়ার করুন ।