আইনজীবী দের ওপর ক্ষুব্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আমার বাংলা টিভি ডেস্কঃ আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে না পারায় আইনজীবী দের ওপর ক্ষুব্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । বিষয়টি স্বীকার না করলে ও মামলা নিয়ে বেগম জিয়ার হতাশা প্রকাশ করার কথা জানিয়েছেন আইনজীবীরা ।
বেগম জিয়ার আইনজীবী প্যানেলের সিনিয়র সদস্য খন্দকার মাহবুব হোসেন বলেন, অভিজ্ঞ আইনজীবী দের দায়িত্ব না দেয়া, মামলা পরিচালনায় সমন্বয় হীনতা ছিলো । এ কারণেই হয়ত নেত্রী ক্ষুব্ধ। দুদক আইনজীবী বলছেন, মামলা পরিচালনার অনেক ক্ষেত্রে তার আইনজীবী দের পদক্ষেপ রহস্য জনক ছিলো । amarbangla.tv
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা প্যানেলে রয়েছেন অর্ধশতাধিক আইনজীবী। এ প্যানেলের আইনজীবী দের মধ্যে সমন্বয় হীনতা ও অন্তর্কোন্দল ছিলো ওপেন- সিক্রেট ।
সরকারি সিদ্ধান্তে মুক্তির পর আইনজীবী দের ব্যর্থতায় বেগম জিয়া ক্ষুব্ধ বলে জানা গেছে । এরই মধ্যে একজন আইনজীবী তার সঙ্গে দেখা করার পর বিষয়টি সামনে এসেছে । আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান, মামলা নিয়ে হতাশা প্রকাশ করেছেন নেত্রী । যদিও আইনজীবী দের ওপর ক্ষুব্ধতার বিষয়টি অস্বীকার করেছেন তিনি ।
আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, অপরাধ না করেও দুই বছর জেলে ছিলেন- এটা নিয়ে ও তিনি হতাশা প্রকাশ করেছেন। অনেক দুঃখ ও হতাশার কথা বলেছেন । amarbangla.tv
আইনজীবী প্যানেলের সিনিয়র সদস্য খন্দকার মাহবুব হোসেন বলছেন ভিন্ন কথা । তিনি জানান, মামলা নিয়ে হতাশ নন নেত্রী । তবে মামলা পরিচালনায় সমন্বয় হীনতায় হয়ত ক্ষুব্ধ। সিনিয়র দের বাদ দিয়ে বিশেষ কোনো ব্যক্তিকে মামলার দায়িত্ব দিয়েছিলেন, সেটা নিয়েই একটু হতাশায় ছিলেন । amarbangla.tv
দুদক আইনজীবী ও বলছেন, মামলা পরিচালনার অনেক ক্ষেত্রে তার আইনজীবী দের পদক্ষেপ রহস্য জনক ছিলো । দুদক আইনজীবী অ্যাড. খুরশীদ আলম বলেন, দেড় বছরেও তার আইনজীবীরা কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না তা আমাদের জানা নেই । রাজনৈতিক ভাবে মুক্ত করতে পারে নাই। আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক ভাবে মুক্ত করতে ব্যর্থ হওয়ায় সবশেষ পরিবারের আবেদনে মানবিক দিক বিবেচনায় গত ২৫ মার্চ বেগম জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার । আমাদের সময়। শেয়ার করুন।